
ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখতে ‘ইনকগনিটো মোড’ চালু করছে গুগল ম্যাপস।
প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এই সুবিধাটি। ফিচারটি যুক্ত করা হয়েছে গুগল ম্যাপস-এর ১০.২৬ সংস্করণে।
এক্সডিএ ডেভেলপার্সের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, গুগল ম্যাপসের এই সংস্করণে হাঁটাচলার জন্য ‘আইস ফ্রি’ নেভিগেশন সুবিধাও থাকছে। ফিচারটি চালু হলে হেঁটে কোনো পথ খোঁজার সময় মোবাইলের দিকে খুব বেশি তাকাতে হবে না। অডিওর মাধ্যমেই বিস্তারিত র্নিদেশাবলী জানিয়ে দেওয়া হবে।
পায়ে হেঁটে পথ খোঁজার ক্ষেত্রে অনেকটা বাস্তব অভিজ্ঞতা দিতে গত মাসে নতুন ‘লাইভ ভিউ’ নেভিগেশন মোড চালু করে গুগল ম্যাপস। ম্যাপস অ্যাপটিকে ব্যবহারকরীদের জন্য আরও উপযোগী করতে বাইক শেয়ারিং স্টেশনও চালু করতে যাচ্ছে গুগল। এর মাধ্যমে নিকটবর্তী বাইক শেয়রিং স্টেশনের সন্ধানও পাবেন গ্রাহক।
মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য স্থানে পরীক্ষার পর ভারতসহ প্রায় ৪০টি দেশে ম্যাপস অ্যাপে গতি নিয়ন্ত্রক এবং মোবাইল রেডার লোকেশন সেবা চালু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।