
“স্মার্ট থিঙ্কিং এন্ড স্মার্ট টেকনোলজি ফর এচিভিং এ স্মার্ট সিটি ফর বাংলাদেশ” স্লোগানে শুরু হতে যাচ্ছে “স্মার্ট সিটি ইনিসিয়েটিভস-বাংলাদেশ”।
আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর ঢাকার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে প্রযুক্তি বিষয়ক এই আয়োজনটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে স্মার্ট সিটি বাস্তবায়নের কারিগরি ও নীতি নির্ধারনীমূলক এই সম্মেলনের আয়োজন করেছে ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারস (আইইইই) বাংলাদেশ।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এছড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অন্যদিকে দুই দিনব্যাপী আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক এর ইসিই বিভাগের প্রফেসর ড. সাইফুর রহমান, ইতালির মিলানের “ইউনিভার্সিটা ডিগ্লি-স্টাডি ডি মিলানো” এর ইনফরমেটিকস্ বিভাগের প্রফেসর ড. ভিনসেনজো পিয়েরো, আইইইই পাওয়ার এন্ড এনার্জি সোসাইটি (পিইএস) গভর্নিং বোর্ডের মেম্বর অ্যাট লার্জ (এমএএল), আইইইই মেম্বার এন্ড জিওগ্রাফিক একটিভিটিজ (এমজিএ) বোর্ড মেম্বার, এবং আইইইই স্মার্ট সিটিজ্ স্টিয়ারিং কমিটি মেম্বার ড. রামাকৃষ্ণ কাপ্পাগানতু, ইনফোসিস্ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-কাম- ইন্ডিয়া বিজনেস হেড মি. সি এন রঘুপতি, এমডি-পিআরডিসি এবং পিইএস ইন্ডিয়া কাউন্সিল চেয়ার ড. আর নাগরাজ, প্রমুখ কি’নোট স্পিকার হিসাবে উপস্থিত থাকবেন।
এছাড়াও ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, প্রফেসর, তড়িৎ প্রকৌশল বিভাগ এবং পরিচালক, ইন্সটিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং, বুয়েট এবং ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার এবং প্রফেসর, তড়িৎ প্রকৌশল বিভাগ, বুয়েট, ক্যামপেইনের রোডম্যাপ উপস্থাপন করবেন।
সারা দেশ থেকে আগত আইইইই বাংলাদেশ সেকশনের টিম প্রধানগণ, অ্যাম্বেসেডারগণ ও টিম-সদস্যগণ স্মার্ট-সিটি ধারণার প্রধান দিকগুলো, যেমন- ইলেকট্রিসিটি এন্ড পাওয়ার, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, ইনফরমেশন, কম্যুনিকেশন, সিক্যুরিটি, হেলথকেয়ার, ইন্ডাস্ট্রি ও হাউজিং, এবং এনভায়রনমেন্ট, এর উপর বিস্তারিত অবহিত করবেন। অন্যান্য অধিবেশন গুলোতে ৪০টিরও অধিক সরকারি-বেসরকারি সংগঠন, প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রির মুখ্য আধিকারিক ও প্রতিনিধি উপস্থিত থাকবেন।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, সাবেক সচিব ও ইউএনডিপি’র এসডিজি ফিনান্সিং অ্যান্ড লোকালাইজেশন বিষয়ের পরামর্শক এ এস এম মাহবুবুল আলম, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, ম্যাক্স গ্রুপ (পাওয়ার) এর সিইও আজাদুল হক, টেলিটক বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাব উদ্দিন, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিঃ এর সিইও রবিউল আলম, সামিট-বিবিয়ানা পাওয়ার কোং লিঃ এর পরিচালক এস এম নূর উদ্দিন, গ্রামীণফোনের চীফ বিজনেস অফিসার মাহমুদ হোসাইন, ক্রস-ওয়ার্ল্ড পাওয়ার লিঃ এর সিওও প্রকৌশলী মো: হারুনুর রশিদ, ক্রস-ওয়ার্ল্ড পাওয়ার লিঃ এর জেনারেল ম্যানেজার এসসিএম মারুফ আহমেদ, এরিকসন (মালয়েশিয়া, বাংলাদেশ, শ্রীলংকা) এর হেড অব নেটওয়ার্ক সলিউশনস আবদুস সালাম, বেক্সিমকো কমিউনিকেশন লিঃ এর আকাশ ডিটিএইচ এর হেড অব এন্ড-টু-এন্ড সার্ভিস এস্যুরেন্স এখলাস উদ্দিন আহমেদ, রবি আজিয়াটা লিঃ এর ভাইস প্রেসিডেন্ট মো: রেজওয়ান আল ইসলাম, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. তানভির আহমেদ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী অথরিটির ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স ডিভিশনে ডেপুটি ডিরেক্টর শামসুজ্জোহা, পানিসম্পদ প্রকৌশল বিভাগের প্রফেসর সাব্বির মোস্তফা খান, বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম এন্ড ইলেকট্রনিক মিডিয়া এর হেড অব নিউজ মুন্নী সাহা, ডেসকো’র এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রকিউরমেন্ট) প্রকৌ. এ কে এম মোস্তফা কামাল, পিজিসিবি’র চীফ ইঞ্জিনিয়ার বজলুল মুনীর, প্রমুখ সুধীজন আমন্ত্রিত বক্তা হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং বাংলাদেশে স্মার্ট সিটি বাস্তবায়নের বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করবেন।
বিশ্বের টেকনিক্যাল প্রফেশনালদের সবচেয়ে বড় সংগঠন আইইইই। বিশ্বের ১৬০টি দেশের ৪ লাখ ২৩ হাজার সদস্য রয়েছে “স্মার্ট সিটি ইনিসিয়েটিভস-বাংলাদেশ” -এর সাপোর্টিং পার্টনার আইইবি দেশের সর্বাধিক মর্যাদাপূর্ণ জাতীয় পেশাদার সংস্থা।