অ্যান্ড্রয়েড চালিত ফিচার ফোন আনল নোকিয়া!


অ্যান্ড্রয়েড চালিত ফিচার ফোন আনল নোকিয়া!

স্মার্টফোন প্রযুক্তিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়া প্রবল প্রতিযোগীতায় পরিচয় ঘটছে অভাবনীয় সব ফিচারের। এমন পরিস্থিতিও ঠিক উল্টো কাজ করার নজির গড়েছে নোকিয়া।
বিশ্বজুড়ে ক্যামেরা, টাচ, সেন্সর, ব্যাটারির ইত্যাদির মত নিত্যনতুন সব ফিচার নিয়ে যখন অন্য কোম্পানিগুলো বুঁদ হয়ে আছে, সেই সময় ফিচারফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইনস্টল করে প্রযুক্তিপ্রেমীদের কপালে ভাঁজ ফেলেছে অন্যতম শীর্ষ মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া।
সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে অন্তত এমনটাই দেখা গেছে। ইন্টারনেট চাহিদাকে সার্বজনীন হিসেবে ছড়িয়ে দিতে স্বল্প দামের মধ্যে এসব অ্যান্ড্রয়েড নির্ভর ফিচার ফোন বাজারে ছাড়তে চাচ্ছে নোকিয়া।
এমন খবর প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় প্রযুক্তিপ্রেমীদের মধ্যে। অনেকেই বলছেন, টাচ স্ক্রিন ছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোন ব্যবহার করার কথা এই সময়ে খুব কম মানুষই চিন্তা করতে। সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে নোকিয়ার ফিচার ফোনটি বাজারে তেমন প্রভাব রাখতে পারবে না বলে তাদের ধারণা।
এক্সডিএ ফোরামে ফাঁস করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে কেউ একজন হাতে নিয়ে সেটটির ব্যবহার দেখাচ্ছেন।
সেই ভিডিওতে দেখা গেছে, নোকিয়ার ওই ফোন সেটে রয়েছে বিল্টইন গুগল অ্যাসিস্ট্যান্ট, ম্যাপ, ক্রোম, অ্যান্ড্রয়েড সেটিংস।
ফোনটি অ্যান্ড্রয়েডের ৮.১ ওরিও সংস্করণে চলবে। কিন্তু দুই বছর আগের এই সংস্করণটি কতটা কাজে দেবে সেটি নিয়ে সন্ধিহান অনেকেই। কারণ এখন বাজারে অ্যান্ড্রয়েড ১০ উন্মোচন করেছে গুগল।
নোকিয়া সাধারণত তাদের ফিচার ফোনে কাই ওএস রাখে। এটাই তাদের নতুন ফিচার ফোন যেখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রাখতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সূত্র: নাইন-টু-ফাইভ গুগল

Post a Comment

Previous Post Next Post

Contact Form