
দেশে সক্রিয় ইন্টারনেটে ব্যবহারকারীর সংখ্যা এখন নয় কোটি ৮১ লাখ ৩৬ হাজারে পৌঁছেছে।
আগস্ট মাসে নতুন করে ইন্টারনেটে যুক্ত হয়েছে ১৯ লাখ ৬০ হাজার সংযোগ। এরমধ্যে মোবাইল ফোনে ১৯ লাখ ৫৯ হাজার এবং এক হাজার সংযোগ বৃদ্ধি পেয়েছে ফিক্সড ব্রডব্যান্ড সেবায়।
রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রকাশিত এই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, দেশে চলতি বছরের আগস্ট মাসেই সবচেয়ে বেশি ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে।
বিটিআরসি’র হিসেব বলছে, আগস্ট মাসের শেষে দেশে কার্যকর মোবাইল ইন্টারনেট সংযোগ ছিলো নয় কোটি ২৩ লাখ ৬১ হাজার। ফিক্সড ব্রডব্যান্ড সংযোগ ছিলো ৫৭ লাখ ৩৫ হাজার এবং ওয়াইম্যাক্স সংযোগ রয়েছে ৪০ হাজার।

নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া মোবাইল খাতে সর্বশেষ মাসের প্রবৃদ্ধিতে কোন প্রভাব ফেলেনি।
বিশেষত শীর্ষ দু্ই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবি’র ওপর গত দুই মাসে ছিল নানা খড়্গ। এরপরও মোবাইল খাতে ইন্টারনেট সংযোগ বৃদ্ধিকে খুবই ইতিবাচকভাবে দেখছেন খাত সংশ্লিষ্টরা।