হোয়াটঅ্যাপ স্ট্যাটাস শেয়ার হবে ফেসবুকে


হোয়াটঅ্যাপ স্ট্যাটাস শেয়ার হবে ফেসবুকে

ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার যোগ হয়েছে। ফিচারটির ফলে হোয়াসঅ্যাপের স্ট্যাটাস এখন শেয়ার করা যাবে ফেসবুকে।
নতুন ফিচারটি প্রাথমিকভাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য উন্মোচন করা হয়েছে।
ইনস্টাগ্রামে যেভাবে স্টোরিজ হিসেবে ছবি, ভিডিও শেয়ার করা হয় তেমনি করেই হোয়াটসঅ্যাপেও তা করা যাবে। যা পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে।
কিন্তু বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে এটি নিয়ে অনেক গ্রাহক টুইটারে বিভিন্ন মন্তব্য করেছেন।
এক ব্যবহারকারী টুইটারে লিখেছেন, হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার এসেছে, আপনি হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে স্টোরিজ শেয়ার করতে পারবেন। আমার কাছে ব্যাপারটি দারুন, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে যোগাযোগের একটি কেন্দ্রীভূত মাধ্যম হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
আরেকজন লিখেছেন, এখন চাইলেই কেউ হোয়াটসঅ্যাপ স্টোরিজ স্ট্যাটাসটি ফেসবুকে শেয়ার করতে পারবেন।
তবে স্ট্যাটাস শেয়ারের বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে হবে না। স্টোরিজ শেয়ার করার সময় সেটি আরও কোন কোন প্লাটফর্মে শেয়ার করতে চান তার তালিকা আসবে। সেখান থেকেই নির্বাচন করে দিতে হবে। এটি আসলে ইনস্টাগ্রামে ছবি শেয়ারের মতোই।
মার্ক জাকারবার্গ ২০২০ সালের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপকে এক করে ফেলতে চান। আর সেই চিন্তা থেকেই এমন করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form