২০ হাজার টাকা ছাড়ে মিলবে আইফোন ১১!



২০ হাজার টাকা ছাড়ে মিলবে আইফোন ১১!
আগামী সপ্তাহ থেকে বিক্রি শুরু হতে যাচ্ছে আইফোন ১১। এরই মধ্যে শুরু হয়েছে প্রি-অর্ডার। অ্যাপেল স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজনে এই সুযোগ পাওয়া যাচ্ছে।
ফ্লিপকার্টে এইচডিএফসি ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে আইফোনে পাওয়া যাবে ৬ হাজার টাকা ডিসকাউন্টে। আর আইফোন ১১ প্রো কিনলে পাওয়া যাবে ৭ হাজার টাকার ডিসকাউন্ট।
এছাড়া পুরনো ফোন বিনিময় করে ফ্লিপকার্ট থেকে আইফোন ১১ কিনলে আরও ১৪ হাজার ৬৫০ টাকার ডিসকাউন্ট। সঙ্গে থাকছে কোন চার্জ ছাড়াই ইএমআই সুবিধা। অর্থাৎ সব মিলিয়ে ২০ হাজার টাকা ছাড়ে মিলবে আইফোন ১১।
এছাড়া এইচডিএফসি কার্ড দিয়ে ৬ হাজার টাকার ডিসকাউন্টের সঙ্গে স্যামসাং গ্যালাক্সি এস৯ ফোন বিনিময় করলে আইফোন ১১ পাওয়া যাবে ৪৪ হাজার২৫০ টাকায়।
ওয়ানপ্লাস ৬টি ফোন বিনিময় করলে ৪৮ হাজার ২০০ টাকায় এবং গুগল পিক্সেল টুএক্সএল বিনিময় করলে নতুন আইফোন ১১ পাওয়া যাবে মাত্র ৫১ হাজার  টাকায়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form