পুরনো স্মার্টফোনে গতি বাড়াতে করণীয়


পুরনো স্মার্টফোনে গতি বাড়াতে করণীয়

সার্বক্ষণিক সঙ্গী স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করার ফলে ফোনের গতি কমে যায়। যা খুব বিরক্তির কারণ। এই সমস্যা নিরসনে কিছু কৌশল অবলম্বন করলে পুরোনো ফোনের গতি বাড়তে পারে।
চলুন তবে দেখে নেয়া যাক, কী কী রয়েছে সেই কৌশলে-

১. ডেটা ক্লিয়ার

ফোনের ক্যাশ মেমোরি থেকে অবাঞ্ছিত ডেটা ক্লিয়ার না করলে ফোন ধীরে ধীরে স্লো হয়ে যায়। ডেটা ফুল হয়ে গেলে পুরো মেমোরি স্ক্যান করতে হবে। ফোনের ক্যাশ স্পেস ফাঁকা করলে অ্যাপ কিংবা ওয়েব পেজ ব্যবহারে গতি আসে।
আইফোনের ক্ষেত্রে-
Settings > Safari > ’Clear History and Website Data’ > ’Clear History & Data নির্দেশনা অনুসরণ করবেন।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে-
Settings > Storage > Other Apps অপশনে যান।
যে অ্যাপটি ক্লিয়ার করতে চান, তাতে ক্লিক করুন। তারপর ‘Clear Cache’ সিলেক্ট করুন।

২. অ্যাপ ম্যানেজিং

অ্যাপ ঠিকমতো ম্যানেজ করতে না পারলে ফোনের পারফরম্যান্স খারাপ হয়ে যায়। অব্যবহৃত অ্যাপ ডিলিট করলে মেমোরিতে স্পেস বাড়ে, ফলে স্মার্টফোনের প্রসেসিং পাওয়ার বাড়ে।
ফেসবুক, টুইটারের মতো যেসব অ্যাপ নিয়মিত আপডেট চায় সেগুলো মাঝে মাঝে ডিলিট করে আবার ইনস্টল করা ভালো।
কারণ যখন আপনি আপডেট দেন, তখন আগের ভার্সনটা ডিলিট হয় না। আপডেট দেওয়ার পর সেটি থেকে যায়। ফোনের পারফরম্যান্স কিছুটা হলেও কমে।

৩. অপারেটিং সিস্টেমের আপডেট

ফোনের অপারেটিং সিস্টেম যদি পুরোনো হয়, তাহলে ডিভাইসের গতি কমে যায়। তাই অপারেটিং সিস্টেম আপডেট রাখা উচিত।

৪. সহযোগী অ্যাপ

এছাড়া ফোনের পারফরম্যান্স বাড়াতে সহযোগী অ্যাপ হিসেবে টাস্ক ম্যানেজার অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন।
সূত্র: গ্যাজেট গ্যাং।

Post a Comment

Previous Post Next Post

Contact Form