পিসির ডেটা সুরক্ষিত রাখবেন যেভাবে


পিসির ডেটা সুরক্ষিত রাখবেন যেভাবে

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ১৯০৩ সংষ্করণে বেশ কিছু নতুন আপডেট এনেছে মাইক্রোসফট।
এই আপডেটে অভিনব কিছু ফিচারের পাশিাপাশি রয়েছে ও ভাইরাস সংক্রমণ ঠেকাতে উইন্ডোজ ডিফেন্ডারে নতুন এক র‌্যানসমওয়্যার প্রটেকশন ফিচার।
র‌্যানসমওয়্যার হলো একধরণের ভাইরাস যা কম্পিউটারে থাক ডেটা এনক্রিপ্ট করে রাখে এবং তা ডিক্রিপ্ট করার জন্য ক্রিপ্টোমুদ্রা দাবি করে বসে।
উইন্ডোজ ১০ চালিত পিসির ডেটা এমন সমস্যা থেকে সুরক্ষার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন-

যা যা প্রয়োজন

  • উইন্ডোজ ১০ ১৯০৩ অথবা নতুন সংস্করণের অপারেটিং সফটওয়্যার।
  • সচল ইন্টারনেট সংযোগ

প্রথমে যা করতে হবে

আপনার পিসিতে উইন্ডোজ ১০ এর কোন সংস্করণটি ইনস্টল রয়েছে সেটি জানতে নিচের নির্দেশনাটি অনুসরণ করুন-
Windows > Settings > System > About > Version
উইন্ডোজ ১০ এর ১৯০৩ সংস্করণটি যদি ইনস্টল করা না থাকে, তবে Windows Update এ গিয়ে check for the update থেকে সংস্করণটি আপডেট করে নিন।

এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১. Start Menu তে ক্লিক করুন
২. Windows Security অপশনটি খুঁজে বের করে ক্লিক করুন অথবা Settings অ্যাপে গিয়ে Update & Securityতে যান
৩. Update & Security তে থাকা Virus & threat Protection option এ যান
৪. এরপর স্ক্রল করে নিচের দিকে থাকা Ransomware Protection এ গিয়ে Manage ransomware protection অপশনটিতে ক্লিক করুন
৫. Controlled Folder Access এ গিয়ে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করুন
৬. এরপর Controlled Folder Access এ ক্লিক করে যে ফোল্ডারটি র‌্যানসমওয়্যার থেকে সুরক্ষিত রাখতে ও মনিটর করতে চান, সেটি বাছাই করুন।
মনে রাখতে হবে নর্টন, ম্যাকাফি, ক্যাস্পারস্কি ইত্যাদির মত থার্ড-পার্টি ভাইরাস প্রটেকশন সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডারের পরিবর্তে সেটিই কম্পিউটারে রাখা তথ্যের সুরক্ষা দেবে।
সূত্র: গ্যাজেট নাউ

Post a Comment

Previous Post Next Post

Contact Form