
মেমোরিতে স্পেস থাকা সত্ত্বেও অনেক সময় ফোনের মেমোরি ফুল দেখায়। তখন স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড কিংবা ছবি তুলতে ‘স্টোরেজ ফুল’ বিড়ম্বনায় পড়তে হয়।
এরকম ক্ষেত্রে ফোনের অপারেটিং সিস্টেমে জমে থাকা টেম্পোরারি ফাইল মুছে সমস্যাটির সমাধানের চেষ্টা করা হয়। তবে সেটিং অপশনের ‘স্টোরেজ’ থেকে ‘ক্যাশ ডাটা’ মুছে ফেলতে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। ৩টি সহজ কৌশল অবলম্বন করে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে।
১. বেশকিছু স্মার্টফোন কোম্পানি ইন-বিল্ট এরকম অ্যাপ দিয়ে দেয়। তবে যেসব ফোনে নেই তারা চাইলে গুগল প্লে স্টোর থেকে ক্যাশ ডেটা মুছে ফেলতে থার্ডপার্টি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন।
২. ছবিপ্রেমী স্মার্টফোন গ্রাহকদের স্টোরেজ সংকট প্রায়ই দেখা যায়। তাই ফোনের স্টোরেজের ওপর চাপ কমাতে গুগল ফটোস ব্যবহার করা যেতে পারে। আর আন-লিমিটেড স্টোরেজ পেতে গুগল ফটোসের সেটিংস থেকে ‘Backup & Sync’ সিলেক্ট করে ব্যাক আপ মোডে ‘High Quality’ সিলেক্ট করে দিলে ঝক্কি কিছুটা হলেও কমবে।
৩. স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং ইমো ইনস্টল থাকলে ইউজাররা না চাইলেও স্টোরেজে এসব মাধ্যম থেকে পাঠানো ছবি, ভিডিও, অডিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়। তাই এসব অ্যাপের সেটিংস অপশন থেকে স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড অপশন বন্ধ করে দিতে হবে। তাহলে সহজেই ফোন স্টোরেজ ফুল হবে না
–গ্যাজেট গ্যাং অবলম্বনে।