জিমেইলে টেমপ্লেট তৈরি করবেন যেভাবে


জিমেইলে টেমপ্লেট তৈরি করবেন যেভাবে


একই ধরণের ইমেইল বারবার লেখা খুবই বিরক্তিকর কাজ। অনেকে এর সমাধান কিছুটা পরিমার্জন করে হিসেবে কপি-পেস্ট করে চালিয়ে দেন। তবে বিষয়টি সহজ সমাধান এনেছে জিমেইল।
টেমপ্লেট তৈরির মাধ্যমে খুব সহজেই বহুল ব্যবহৃত ইমেইল যেকোন সময় ব্যবহার করা যাবে। গুগলের ইমেইল সার্ভিস জিমেইলে একইসাথে সর্বোচ্চ ৫০টি টেমপ্লেট তৈরি করে রাখার সুযোগ রয়েছে।

ইমেইল টেমপ্লেট তৈরির পদ্ধতি

  • স্ক্রিনের উপরে ডান দিকে থাকা গিয়ার চিহ্নিত কগ আইকনটি ক্লিক করুন
  • See all settings সিলেক্ট করুন
  • Advanced ট্যাব চালু করুন
  • নিচের দিকে স্ক্রল করে Templates-এ গিয়ে Enable সিলেক্ট করুন
  • মেনুর নিচে থাকা Save Changes বাটনটি ক্লিক করুন
  • এতে মেইল ইনবক্সে চলে আসবে। এরপর Compose বাটন ক্লিক করুন
  • এখন, টেমপ্লেটে যে মেসেজ রাখতে চান, সেটি লিখে নিচের ডানদিকে থাকা তিন ডট ক্লিক করুন
  • অপশন থেকে Template সিলেক্ট করুন
  • Save draft as template ক্লিক করুন
  • এরপর Save as new template ক্লিক করার পর
  • পপ-আপ উইন্ডো আসলে ইমেইল সাবজেক্টের নাম দিয়ে Save ক্লিক করে ড্রাফট হিসেবে নতুন টেমপ্লেট সেভ করুন।
  • টেমপ্লেটে কোন পরিবর্তন চাইলে সংশোধিত টেক্সট বসিয়ে Save draft as template ক্লিক করুন।
  • Overwrite Saved Template? লেখা পপ-আপ উইন্ডো আসলে Save ক্লিক করুন।
  • কোন টেমপ্লেট মুছে ফেলতে চাইলে Templates অপশনে থাকা Delete template ক্লিক করে পপ-আপ উইন্ডোর Delete ক্লিক করুন।

সংরক্ষিত টেমপ্লেট ব্যবহার করবেন যেভাবে

  • Compose ক্লিক করে নতুন ইমেইল শুরু করুন
  • লিখে নিচের ডানদিকে থাকা তিন ডট ক্লিক করুন
  • Templates চালু করুন
  • টেমপ্লেট বাছাই করুন
  • টেমপ্লেটটি নতুন মেসেজ হিসেবে আসবে, পাঠানোর আগে প্রয়োজনীয় সংশোধন করে নিন
  • মেসেজটি পাঠানোর জন্য তৈরি হলে Send ক্লিক করুন।

স্বয়ংক্রিয়ভাবে টেমপ্লেট পাঠাতে

নির্ধারিত যেসব বিষয়ের উত্তর একই রকম থাকে, সেসব ক্ষেত্রে সরাসরি টেমপ্লেটে থাকা ইমেইল পাঠিয়ে দিলেই কাজ হয়ে যায়। এমন ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে টেমপ্লেট পাঠানোর পদ্ধতি কাজে লাগানো যায়।
  • সার্চ বারের ডানে থাকা পয়েন্টিং ডাউন চিহ্নে ক্লিক করুন
  • এরপর নির্ধারিত ঘরগুলোয় প্রয়োজনীয় তথ্য বসান
  • Create filter ক্লিক করুন
  • Send template এর পাশে থাকা Choose template –এ ক্লিক করে ড্রপ-ডাউন মেনু থেকে প্রয়োজনীয় টেমপ্লেট বাছাই করুন।
  • Create filter ক্লিক করে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
সূত্র: দ্যা ভার্জ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form