টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ টেইলর সুইফট

 


টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবসের ভাষায়, টেইলর সুইফট এমন একজন শিল্পী, যিনি নিজের গানের রচয়িতা এবং নিজের গল্পে তিনিই হিরো। দেশের সীমানা ডিঙিয়ে আলো ছড়ানোর একটি পথ তিনি তৈরি করে নিয়েছেন।

বছরটা দারুণ কেটেছে টেইলর সুইফটের; শেষটাও হল অসাধারণ, টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়ে।


বৈশ্বিক ঘটনাবলীর ওপর ব্যাপক প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু কিংবা কোনো পরিকল্পনাকে প্রতিবছর টাইম ম্যাগাজিন বর্ষসেরা ঘোষণা করে। বুধবার ২০২৩ সালের সেরা ব্যক্তিত্বের নাম ঘোষণা করা হয়।


বিবিসি লিখেছে, এ বছরই বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে মার্কিন এই মহাতারকার ‘ইরাস ট্যুর’। তার কনসার্টে টিকেটের চাহিদা এত বেশি ছিল যে এক পর্যায়ে টিকেটমাস্টারের ওয়েবসাইট ক্র্যাশ করে। বিষয়টি মার্কিন সেনেটের শুনানিতে পর্যন্ত গড়ায়। 


গত গ্রীষ্মে সিয়াটলে কনসার্টের টিকিট না পেয়ে হাজারো ভক্ত ভেন্যুর বাইরে গাড়ি পার্কে জড়ো হয়েছিলেন শুধু টেইলর সুইফটের গান শোনার জন্য। তার কনসার্ট সেখানে যে মাত্রার কম্পন তৈরি করেছিল, তা ২.৩ মাত্রার ভূমিকম্পের সমান।


২০২৩ সালে টেইলর সুইফট কাঁপিয়েছেন বার বার, বছরের শেষ দিকে এসে তার নতুন প্রেমের খবরও শিরোমানে এসেছে। আর এবার টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে এলেন বারাক ওবামা, গ্রেটা থুনবার্গ, ভলোদিমির জেলেনস্কির উত্তরসূরি হয়ে।


টাইম ম্যাগাজিনকে সুইফট বলেছেন, তিনি আজ দারুণ গর্বিত; নিজেকে এত সুখী আর কখনও তার মনে হয়েনি।

আরো পড়ুন.......

Post a Comment

Previous Post Next Post

Contact Form