অনলাইন বেতন নির্ধারণ

 


অনলাইন বেতন নির্ধারণ
অনলাইনে বেতন নির্ধারণ করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হলে আপনার হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন।
বাৎরিক ইক্রিমেন্ট দেখুন ১ জুলাইয়ের- 2023

পূর্ব প্রস্তুতি:

১. জাতীয় পরিচয়পত্র ২. মোবাইল ফোন নম্বর ৩. বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুসংগিক সকল কাগজপত্র যথা, নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিস আদেশের সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে) ৪. নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে) ৫. চলমান এবং নতুন নিয়োগ ব্যতীত অন্যান্য বেতন নির্ধারণের জন্য ০১/০৭/২০১৫ তারিখের বেতন নির্ধারণ ‘ভেরিফিকেশন নম্বর’
৬. প্রিন্ট করার ব্যবস্থা

Post a Comment

Previous Post Next Post

Contact Form