বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে ‘পাঠাও টেলিমেডিসিন’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে ডিজিটাল স্বাস্থ্য সেবা গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হবে। ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তার দিকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
পলক বলেন, টেলিমেডিসিন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি খরচ ও ঝুঁকি কমাবে এবং বেশি সংখ্যক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে উৎসাহিত করবে। ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো শিক্ষাসহ মৌলিক সেবায় যুক্ত হবে বলে আশা করেন তিনি।
